সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

আল-হুদা মালী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধিঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছে বলে জানা যায়।নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।নিহত বাচ্চুর সহযোগী সাইফুল গাজী, বিল্লাল কয়াল, আমিনুর গাজী, ও শফি গাজীর তথ্য মতে জানা যায়, গতকাল (১৯শে এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের দাইরগাং ফুলখালি খালের এলাকায় মধু আহরণ করার সয়ম হঠাৎ বাচ্চুর উপর বাঘের আক্রমণ হয়। বাঘের হুঙ্কার ও বাচ্চুর চিৎকার শুনে আমরা সকলে একত্রিত হয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর দেখা যায় বাচ্চুর গলা ও বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। উদ্ধার পরবর্তী কাছিকাটা অফিসে যোগাযোগ করে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ সহকারী নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী তার সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মনিরুজ্জামান বাচ্চু বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। সকালে জানতে পারি সে বাঘের আক্রমণে মৃত্যু বরণ করেছেন। ঘটনাস্থলে ময়নাতদন্ত সাপেক্ষে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে যাতে সে সরকারি সহযোগিতা পেতে পারে।নিহতের লাশ এলাকায় পৌঁছানোর সাথে সাথে সকলে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ লাশ দেখতে ভীড় জমায়।
নিহত বাচ্চু ছিলেন ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা, দুই ছেলে ও মেয়ে আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।