সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৭ স-মিল্ ও ১ টি হিমাগারকে ১০ লাখ টাকা জরিমানা 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ৭ টিম্বার্স এন্ড স-মিল্  কে ৭ লাখ টাকা ও ১টি হিমাগার কে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট। এ মোবাইল কোট পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে স-মিল্ এবং হিমাগারে  অভিযান পরিচালিত হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকায় বালিগাঁও বাজার সংলগ্ন সানফ্লাওয়ার কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান কে তিন লাখ টাকা জরিমানা করেন। 
এছাড়াও একই বাজার এলাকায় অবস্থিত মামুন স-মিল্ মালিক নান্নু মিয়া, বাংলাদেশ টিম্বার্স এন্ড স- মিল্ মালিক আবু জাফর লিটন, মেসার্স আল্লাহর দান টিম্বার এন্ড স-মিল্ মালিক মো. কামরুজ্জামান, মেসার্স আশরাফ আলী টিম্বার্স এন্ড স-মিল্ মালিক আশরাফ আলী, সিদ্দিকুর রহমান টিম্বার এন্ড স-মিল্ মালিক সিদ্দিকুর রহমান,, রাজু টিম্বার্স অ্যান্ড স-মিল্ মালিক বারেক হাওলাদার তাদের প্রত্যেক কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
এ সময় একই বাজারের মেসার্স পপুলার টিম্বার্স এন্ড স-মিল্ মালিক মোহাম্মদ আল-আমিনকে এক লাখ টাকা জরিমানা করা হলে, এ সময় তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারি মো. জাকির হোসেন জানান, আজ টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি স-মিল্ কে ৭ লক্ষ টাকা ও একটি হিমাগার কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পপুলার টিম্বার মিলের মালিক উপস্থিত না থাকায়, ৪০ দিনের সাজার প্রদান করেছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।