সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

কালিগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সাংগঠনিক প্রার্থী এম হাফিজুর রহমান শিমুল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ ঘিরে জমে উঠেছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনী উৎসব। কাউন্সিলকে সামনে রেখে শুরু হয়েছে পদপ্রত্যাশীদের নানা প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এতে প্রাণ ফিরে পেয়েছে উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গন।

এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কালিগঞ্জের তরুণ ও উদীয়মান নেতা এম হাফিজুর রহমান শিমুল। শুরু থেকেই তিনি দলীয় আদর্শ, নেতৃত্ব এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অগাধ আস্থা ও নিষ্ঠা দেখিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন।

প্রচারণায় প্রকাশিত পোস্টারে এম হাফিজুর রহমান শিমুল দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন,“আমি বিশ্বাস করি একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোই দলের ভবিষ্যৎ পথচলাকে সুদৃঢ় করতে পারে। ঐক্য, শৃঙ্খলা ও গতিশীলতাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি সকল কাউন্সিলর, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এ কাউন্সিলকে কেন্দ্র করে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর বিএনপির এমন প্রাণবন্ত নির্বাচনী উত্তাপ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

এম হাফিজুর রহমান শিমুলের সমর্থকরা আশা প্রকাশ করেছেন তার মতো তরুণ, শিক্ষিত ও কর্মঠ নেতা সংগঠনের নেতৃত্বে আসলে কালিগঞ্জ উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রূপে ফিরে আসবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।