সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

পঞ্চগড়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় শহরের উপকণ্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দীর্ঘ কুড়ি বছর ধরে হরিজন সম্প্রদায়ের দশটি বাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এই মাদক ব্যবসার কারণে এলাকার সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজনগড় বকুলতলা মোড়ে জেলা প্রশাসন এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সভাপতিত্ব করেন রাজনগড় মাদক বিরোধী কমিটির সভাপতি মনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। এছাড়া ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন।
বক্তারা জানান, মাদক ব্যবসায়ীরা দিনের বেলায় রাস্তার ওপরই অবাধে মাদক বিক্রি করছেন, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের নারী ও পুরুষ প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।
সমাবেশে সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও হস্তান্তর করেন।
ইউএনও জাকির হোসেন ও ওসি মাসুদ পারভেজ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে রাতে পাহারা দেওয়ার ব্যবস্থার কথাও জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।