সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার উপর হামলা 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

এস এম জীবন রায়হান,শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১০৩ নং উত্তর ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুমের (৫৫) উপর শ্রেণিকক্ষে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে নড়িয়া থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর  সকাল সাড়ে ১০টার দিকে  শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় উম্মে কুলসুমের উপর অতর্কিত হামলা চালান মুন্নি আক্তার, যিনি বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী কাজীর বাড়ির কেয়ার টেকারের মেয়ে।

অভিযোগে উল্লেখ করা হয়, মুন্নি আক্তার শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষিকাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে উম্মে কুলসুমের পিঠ, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মেঝেতে পড়ে গেলে মুন্নি আক্তার তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা চেষ্টা করেন।

এমতাবস্থায় শিশু শিক্ষার্থীদের চিৎকার শুনে অভিভাবকরা  শিক্ষিকাকে উদ্ধার করে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। প্রধান শিক্ষক কোন ব্যবস্থা না নেওয়ায় অভিভাবক ও স্থানীয়রা আহত শিক্ষিকাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল নিরব ভূমিকা পালন করেন এবং তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান।

তবে শিক্ষক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঘটনার সময় দ্বিতীয় শ্রেণীতে পাঠদান রত ছিলাম এবং আমার শিক্ষিকা উম্মে কুলসুম শিশু শ্রেণিতে পাঠদান রত ছিলেন , তখন মুন্নি আক্তার নামে এক মহিলা শিশু শ্রেণীতে ঢুকে আমার শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালান। অভিভাবকরা আমাকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি শিক্ষিকা উম্মে কুলসুমের গায়ে, নাক, মুখে আচড় এবং পায়ে আঘাতের চিহ্ন দেখতে পাই । অতঃপর আমি মুন্নি আক্তারকে স্কুলের সীমানার বাহিরে বের করে দেই এবং অভিভাবকদের শান্ত থাকতে বলি। স্কুলে শিক্ষক কম থাকায় আমি কোথাও যেতে পারিনি এবং মোবাইলে ব্যালেন্স না থাকায় আমি কাউকে জানাতে পারিনি। তবে ঘটনার পরেরদিন আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করি।

এ বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জের ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে নড়িয়া-জাজিরা সার্কেল এসপি আহসান হাবিব বলেন, শুনেছি এ ঘটনাটি স্কুলের বাহিরে ঘটেছে, তবে মামলা করলে আইনত ব্যবস্থা  নিব। তবে এ ব্যাপারে কাওকে এখনও আটক করা হয়নী।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।