বদরুদ্দোজা প্রধান ,পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর একটি অনন্য উজ্জ্বল দিন। এ দিন দেশের জনগণ স্বৈরাচারী এরশাদ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন বিজয় লাভ করে।
এই দিনটির স্মরণে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড় মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জামায়াতে ইসলামের আমির প্রভাষক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সদর উপজেলার আমির শফিউল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী প্রমুখ আলোচনায় বক্তারা ৬ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্বহালের গুরুত্ব নিয়েও মতামত ব্যক্ত করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।