আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাট বাজারে বেপরোয়া চালিত বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় সাইফ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র মোল্লাহাট বাজারের অত্যন্ত জনাকীর্ণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।
বিভিন্ন সুত্র জানায়, উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদারের উক্ত ট্রলার টেম্পু শিশুটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে শিশুটির তাৎক্ষণিক মৃত্যু হয়।
মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটি তার মায়ের সাথে মোল্লাহাট বাজারে এসে বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় নিহত হয়েছে। ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট থানা পুলিশের হেফাজতে আছে। উল্লেখ্য, ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদার।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।