পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইয়াসিন আলি, ফখরুল ইসলাম রবিন, মফিদুল আলম খান, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ফয়েজ উল্লাহ ফয়েজ, আব্দুল আলিম এবং সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তারা পঞ্চগড় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে ঘরে ঘরে সংগঠন ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। সভায় জেলার পাঁচটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বদরুদ্দোজা প্রধান
২৬ আগস্ট ২৫
০১৭১১৩৯৬৯৮৪
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।