পঞ্চগড় প্রতিনিধিঃ
২৪ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড় স্টেডিয়ামে গণমাধ্যম কর্মী পরিবার নিয়ে ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। "নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে পঞ্চগড় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস. এম. শফিকুল ইসলাম, জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পরিবারসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু হওয়া ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল সাংবাদিক ভাবিদের বালিশ খেলা, পুরুষদের হাঁড়িভাঙা খেলা এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন মজার প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজি। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।