সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান যাত্রীবাহী বাস অর্ধকোটি টাকা মূল্যের কোকেন হেরোইন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত কোকেন এবং হেরোইনের মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা । তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে  আল গালিব নামে একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয় । তবে কোকেন এবং হেরোইনের সাথে সংশ্লিস্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়  তেঁতুলিয়া থেকে মাদক আসছে। তাৎক্ষনিক ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় জভজনপুর বিওপির অধীনে সড়কে চেক পোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালিব নামে বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের লকার/বাংকারে একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জব্দকৃত কোকেন এবং হেরোইনের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা নিরূপন করেন। উদ্ধারকৃত কোকেন এবং হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং স্বরাস্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল মো. জাহাঙ্গির আলম চৌধূরীর নির্দেশে সীমান্তে চোরাচালান এবং হত্যা রোধে পঞ্চগড় বিজিবি তৎপর রয়েছে। যে মাদকগুলো জব্দ হয়েছে যেহেতু এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি এজন্য এখনি কিছু বলা যাচ্ছেনা। তবে কোন মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমেও এসব মাদক আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।