সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

কুড়িগ্রামের রাজারহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শহীদ মিনার চত্বরে ২১ফেব্রুয়ারি রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিক, সালাম,বরকত,জব্বার সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে,ফুলের বেদি হাতে নিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের নেতৃত্বে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট প্রেসক্লাব, রাজারহাট মডেল প্রেসক্লাব, মানবাধিকার সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, সোনালী ব্যাংক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দগণ, রাজারহাট উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে অমর একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজারহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয় ১৯৫২ সালের রাষ্ট্র ভাষা বাংলা চাই আন্দোলন সংগ্রামে যে সকল ভাষা শহীদ মাতৃভাষা প্রতিষ্ঠা করতে লাল রক্তে রঞ্জিত হয়ে আজকে আমাদের মায়ের ভাষা উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন, সেই সংগে আরো বলেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে আমরা পেয়েছি ১৯৭১ সালের রক্তিম স্বাধীনতা। তাই একুশের চেতনাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সেই সংগে উপস্থিত সকলকে আগামীর প্রজন্মকে ২১শের চেতনায় উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান সেই সংগে সবাইকে অমর একুশের শুভেচ্ছা জানান ‌।
পরে উপজেলা নির্বাহী অফিসার জনাব, কাবেরী রায় তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরিশেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।