আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মিরাজ-মোস্তাফিজের ভর করে ভারতকে এক উইকেটে হারালো বাংলাদেশ।
বাংলাদেশ বনাম ভারতের তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের,প্রথম ওয়ান্ডেতে আজ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলাদের সামনে চাপের মূখে ছিলো ভারতের ব্যাটাররা। শুরুতেই ভারতের ব্যাটিংয়ের উপর আঘাত আনে, মেহেদী মিরাজ। পরবর্তীতে সাকিব আল হাসান ১০ ওভার করে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট এবং ইবাদত হোসাইন ৮.২ বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। যার ফলে ভরতের রোহিত শর্মা ২৭(৩১),শ্রেয়াস্ আইয়ার ২৪(৩৯) এবং লোকেশ রাহুলের ৭৩(৭০) রানের উপর ভর করে,৪১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত।অপরদিকে বাংলাদেশ ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে,শুরুতেই নাজমুল হোেসন শান্তর উইকেট, ইন্ডিয়ার বোলিং দ্বীপক চাহার।পরবর্তীতে লিটন দাস ও এনামুল হক বিজয়ের ২৫(৫৫),লিটন দাস ও সাকিব আল হাসান ৪৮(৬২),এবং মুশফিক মাহমুদউল্লার ৩৩(৭১) রানের পার্টনারশিপে,ভালোই চলছিলো টাইগারদের স্কোর।কিন্তু পরপর দুই ওভারে মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেটের পর, লাগাতার উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
যে কারনে শেষ এক উইকেটে বাংলাদেশের দরকার ৫১ রানের।উইকেটে তখন মেহেদী মিরাজ ও মোস্তাফিজুর রহমান। সেই যায়গা থেকে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন মেহেদী হাসান মিরাজ এবং তার সঙ্গী হিসেবে ছিলেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত ৫১(৪২) রানের অবিশ্বাস্য পার্টনাশিপে, চার ওভার হাতে রেখে এক উইকেটে জয় পায় বাংলাদেশ। তাইতো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে লিটন দাসের ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় দিয়ে শূভ সূচনা হলো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।