সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলগণের সম্মানে নৈশভোজ

মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর ম্যানেজমেন্ট স্ট্রাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স ক্যাথরিন পোলার্ডের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল (২৫ জুন) রাতে আয়োজিত এ নৈশভোজের পূর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘানায় অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এ প্রস্তুতি সম্মেলনে অংশগ্রহণকারী ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকাস্থ আবাসিক রাষ্ট্রদূতগণ, হাইকমিশনার ও কূটনীতিকগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস এবং নারীর ক্ষমতায়ন তুলে ধরে কবিতা, গান এবং নৃত্যের মনোরম উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে। মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শিল্পীরা বাংলাদেশ ও এ দেশের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন একটি ভিন্ন মাত্রা যোগ করে। অতিথিরা বাংলা সংস্কৃতির এক অনন্য উপস্থাপনা উপভোগ করেন।

নৈশভোজে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকায় কানাডা এবং উরুগুয়ের সাথে যৌথভাবে “শান্তিরক্ষায় নারী” শীর্ষক জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতি সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।