আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানের ১৫টি প্রদেশে শিশুসহ ২০ জনেরও বেশি লোক মারা গেছেন।গত সাতদিনের কঠোর আবহাওয়া এবং তুষারপাতে শুধু আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হিমাঙ্কের কারণে নয়জন নিহত হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনের বরাত জানা যায়, খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষগুলো ।

হেরাতের আঞ্চলিক হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, ঠান্ডার কারণে অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।একই ধরনের ঘটনা ঘটেছে বাদঘিস প্রদেশে।
বাদঘিসের গভর্নরের মুখপাত্র আহমেদ হানজালা জানান, হাইপোথার্মিয়ার কারণে চার শিশুসহ ছয়জন মেষপালকের মৃত্যু হয়েছে।শুধু মেষপালক নয়,বাদঘিস প্রদেশে ঠান্ডায় মারা গেছে ৪ হাজারের বেশি গবাদিপশু।
সবচেয়ে বেশি বিপাকে রাজধানী কাবুলের নিম্ন আয়ের মানুষ।তাপমাত্রা নেমে গেছে সর্বনিম্ন মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসে।এ ছাড়া বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রাই মাইনাস ১০ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে।
আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এর মতে,তিক্ত ঠান্ডা আবহাওয়ার দ্বারা প্রভাবিত প্রদেশগুলোর মধ্যে রয়েছেজাবুল,গজনি,হেরাত,পাঞ্জশের,লাঘমান,কুনার, নুরিস্তান,পাকতিয়া,ঘোর,কান্দাহার,বাঘলান,নানগারহার,কাপিসা,পারওয়ান এবং বামিয়ান প্রদেশ ।
তীব্র তুষারের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশ কয়েকটি বাড়ি এবং গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।এমনিতেই খাদ্য সংকটের কারণে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে আফগানিরা ।তার ওপর তীব্র ঠান্ডায় পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে সকলের জীবন ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।