সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল, সৌদি প্রবাসীর আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

 

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ

বিয়ে করার তিন মাসের মধ্যে স্ত্রী অন্যত্রে পালিয়ে গিয়ে বিয়ে করায় মনে নিতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে সৈয়দ আল মনছুর ওরফে মাখন (২৭) নামে এক সৌদি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত সৈয়দ আল মনছুর ওরফে মাখন জামালপুর জেলার মাদারগঞ্জ শহরের চরবওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের সন্তান।

জানা যায়,গত ৭ই জানুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে প্রবাসী যুবকের আত্মহত্যার ঘটনাটি ঘটে।

 

তথ্যে জানা যায়,২০২১ সালের শেষে দিকে সৈয়দ আল মনছুর ওরফে মাখন সৌদি আরবে পাড়ি জমান।সৌদিআরবে কর্মরত অবস্থায় গত তিন মাস পূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয় এবং পরবর্তী মাদারগঞ্জ ফাজিলপুরের রবিউল ইসলামের মেয়ে রিয়াকে মোবাইল ফোনের মাধ্যমে তিন লক্ষ টাকা দেনমোহরে গোপনে বিয়ে করেন।

সবকিছুই ঠিকঠাক চলছিল দুজনের মধ্যে হঠাৎ করে গত ৫ জানুয়ারি মনছুরের স্ত্রী রিয়া তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

এই ঘটনার পরবর্তীতে মনছুর ও রিয়ার মোবাইলে বিয়ের ভিডিওটি আপলোড করেন এবং রিয়ার ছবি দিয়েও তার মৃত্যু জনবয দায়ী করে একটি স্ট্যাটাস দেন।

ঘটনাটির পর থেকে মানসিক ভাবে ভীষণ আঘাত প্রাপ্ত হয়ে ভেঙ্গে পড়েন এবং ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা পথ বেছে নেন ।

নিহত সৈয়দ আল মনছুর ওরফে মাখন সৌদি অটোমেটিক সার্ভিস নামক কোম্পানিতে কর্মরত ছিলেন,সকল রুমমেটরা কাজে গেলেও ঔদিন মনছুর রুমে থেকে যায়,রুমমেট ইয়াসিন তাকে রুমে না পেয়ে বাসার ছাদে খুঁজতে গেলে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনছুরের মৃতদেহ দেখতে পায়,পরবর্তীতে সৌদি পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

এর আগে মনছুর ফেসবুকে তার স্ত্রীর ছবি দিয়ে লেখেন, ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’।

এদিকে মনছুরের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,নিহতের বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে চলছে শোকের মাতম ।

অপরদিকে মনছুরের মৃতদেহ স্থানীয় হাসপাতালে হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।