সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

(মেড ইন মক্কা) এবং (মেড ইন মদিনা) নামে পণ্য ছাড়ছে সৌদিআরব

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ

এখন থেকে সৌদিআরবের বিভিন্ন পণ্যের গায়ে “মেড ইন মক্কা” “মেড ইন মদিনা” লেখা সম্বলিত পণ্য বিশ্বের সর্বত্র পাওয়া যাবে।প্রিন্স খালেদ আল-ফয়সাল, মক্কার আমির ও দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানের উপদেষ্টা এবং মদিনার আমির প্রিন্স ফয়সাল বিন সালমান,“মেড ইন মক্কা”এবং “মেড ইন মদিনা” পরিচয়ের পণ্য সামগ্রী উদ্বোধন করেছেন।

জানা যায়,এই নামের পরিচয়গুলি ২০২১ সালের শুরুতে সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (সিডা) দ্বারা চালু করা “মেড ইন সৌদি আরব” প্রোগ্রাম থেকে উদ্ভূত করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বলেন, সকল সরকারি খাতের মধ্যে সম্মিলিত ও পরিপূরক প্রচেষ্টাই “মেড ইন মক্ক” এবং “মেড ইন মদিনা” পরিচয় চালু করার সাফল্যের অন্যতম প্রধান কারণ।”বিশ্বের সমস্ত অংশে মুসলমানদের মধ্যে মক্কা ও মদীনা যে বিশেষ মর্যাদা ভোগ করে তা এই দুই পবিত্র শহরের পণ্যকে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রিয় করে তুলেছে এবং তুলবে।

অপরদিকে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সেডা বন্দর আলখোরায়েফের পরিচালনা পরিষদের চেয়ারম্যান বলেন, “মেড ইন মক্কা” এবং “মেড ইন মদিনা” দুটি পরিচয় চালু করা পবিত্র মক্কায় ও পবিত্র মদিনায় দর্শনার্থীদের ধর্মীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে অবদান রাখবে।পবিত্র স্থানগুলিতে সারা বিশ্ব থেকে মুসলিম দর্শনার্থীদের জন্য যে নিবিড় ধর্মীয় সংযুক্তিকে প্রতিনিধিত্ব করে তার পরিপ্রেক্ষিতে এটি করা হয়েছে।

জানা যায়,”মেড ইন সৌদি আরব” প্রোগ্রাম শিরোনামের মূল ছাতা প্রোগ্রামের একটি সম্প্রসারণ, যার উদ্দেশ্য হল অনেক নন-তেল সৌদি পণ্যের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের চমৎকার অবস্থান দেখানো।মক্কা এবং মদীনায় উৎপাদিত পণ্য এবং শিল্প পরিচয় বেশ কয়েকটি উচ্চ মান প্রতিফলিত করে যা অবশ্যই পূরণ করা উচিত।”মেড ইন সৌদি আরব” এর সাথে ১,৬০০ টিরও বেশি সৌদি কোম্পানী সংযুক্ত রয়েছে, যার মধ্যে প্রায় ২০টি কারখানা এবং কোম্পানি রয়েছে যা “মেড ইন মক্কা” এবং “মেড ইন মদীনা” প্রোগ্রামের সাথে যুক্ত।

এছাড়াও পবিত্র মক্কায় ২০৫ বিলিয়নের বেশি মূল্যের বিনিয়োগের সাথে ২৩টিরও বেশি পণ্যের ২,০০০টিরও বেশি কারখানা রয়েছে এবং মদিনায় ১২০ বিলিয়ন রিয়াল বিনিয়োগের ২০টিরও বেশি পণ্যের কার্যক্রমে ৪৬১টিরও বেশি কারখানা রয়েছে।

মন্ত্রী পণ্য বিপণনে মক্কা ও মদীনার নামের অপব্যবহার না করার বিষয়ে আগ্রহের ওপর জোর দেন। পণ্যের গুণগত মান বাড়াতে হবে যাতে করে পবিত্র মক্কা ও পবিত্র মদিনায় তৈরি পণ্যের সঙ্গে গুণগত মানের মিল থাকে সে বিষয়ে নির্দেশ দেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।