সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় তরুণ দলের মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মুন্সীগঞ্জে বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । কালিগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি হতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক   মুন্সীগঞ্জে মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মোশারফ হোসেন পুস্তি ।

ফুলবাড়ীতে টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিধান উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে। প্রায় কুড়ি লক্ষ টাকার লেনদেন করেন সদ্য বিদায়ি প্রিন্সিপাল হোসেন আলী ও বর্তমান সভাপতি মাহাফুজার রহমানের বিরুদ্ধে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অবসরজনিত কারনে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে কলেজ শাখার এক জুনিয়র শিক্ষককে দায়িত্ব দিয়েছেন তারা। স্থানীয়রা জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ ও সভাপতি এ কাজ করেছেন। এঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক ফুলবাড়ী প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী ৬ এপ্রিল ২০২৩ অবসরে যান। সরকারি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অবসরে যাবার আগে তার সহকারী প্রধান বা উপাধ্যক্ষকে দায়িত্বভার প্রদানের নিয়ম। তারা সেসবের তোয়াক্কা না করে একজন সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করা হয়েছে। এই অধ্যক্ষ হোসেন আলী মানুষের চাকুরি দেয়ার কথা বলে অর্থলোপাট করেছেন। অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী মহোদয় ও সভাপতি মাহাফুজার রহমান আমাকে বঞ্চিত করেছেন। আমার অধিকার ও প্রাপ্যতা ফিরে পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র প্রভাষক কে দায়িত্বভার প্রদান করা হয়েছে। আপনি সভাপতির সাথে কথা বলেন।

এ বিষয়ে রাবাইতাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মাহাফুজার রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমি কিছু জানিনা। আপনি প্রিন্সিপাল হোসেন আলীর সাথে কথা বলেন।

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, সরকারি পরিপত্র ছাড়াই বিধি বহির্ভূতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি শুনেছি আমরা খোজখবর নিচ্ছি।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, আমি শুনলাম আপনাদের মাধ্যমে তবে নিয়ম বহিভূত হয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Somoyersonglap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।